Primary Assistant Teacher Exam MCQ Full Solutions 2011,Setcode ।

SHARE:

Jobs solutions Bangladesh, primary school assistant teacher Exam Full MCQ solutions with PDF download, GOVT. Primary teacher Jobs 2010, 2011, 2012, 2014, 2013, 2015, 2017, 2016 2018, 2019, 2020, 2022, 2023 all jobs solutions


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -টগর- ০৯.১২.২০১১


বাংলা ভাষা ও সাহিত্য 

১. 'অয়োময়' নাটকটির রচয়িতা কে?
ইমদাদুল হক মিলন
সুনীল গঙ্গোপাধ্যায়
মমতাজউদ্‌দীন আহমেদ
হুমায়ুন আহমেদ √

২. 'পদ্মানদীর মাঝি' কার লেখা?
মুনীর চৌধুরী
মানিক বন্দ্যোপাধ্যায় √
শরৎচন্দ্র
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৩. 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' -কোন কবির কবিতা থেকে নেয়া?
জীবনানন্দ দাশ √
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
গিরিশচন্দ্র সেন

৪. 'বৃষ্টি'--এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
বৃ + টি
বৃশ + টি
বৃষ + তি √
বৃষ + টি

৫. কোন বানানটি শুদ্ধ?
সায়ত্বশাসন
স্বায়ত্তশাসন √
সায়ত্তশাসন
স্বায়ত্বশাসন

৬. 'বিশ্বকবি' সমাস কি হবে?
বিশ্বরূপ কবি
যিনি বিশ্বের কবি
বিশ্ব ও কবি
বিশ্বের কবি √

৭. নিচের কোন বানানটি অশুদ্ধ?
জবা কুসুম
তিমির বিদারী
সলীল সমাধী √
যৌবন সূর্য

৮. হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?
মিলনার্থে
সমার্থে √
বিপরীতার্থে
বিয়োগার্থে

৯. 'তিনি চোখে দেখেন না' বাক্যে চোখ কোন কারক?
সম্প্রদান
করণ √
অধিকরণ
অপাদান

১০. 'আয়ু যেন পদ্ম পাতায় নীর'- বাক্যে পদ্ম পাতায় কোন কারক?
কর্মকারক
করণ কারক
অপাদান কারক
অধিকরণ কারক √

১১. 'যে বহু বিষয় জানে' --এক কথায় -?
বহুদর্শী
সর্বজ্ঞ
সবজান্তা
কোনটিই নয় √

১২. 'কর দান করে যে' --এক কথায়?
অধীন
আশ্রিত
করদ √
প্রজা

১৩. নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়?
অন্তরীক্ষ
হিমাংশু √
অম্বর
ব্যোম

১৪. 'হাতের পাঁচ' -এর সঠিক অর্থ কোনটি?
নিকট জন
পরমাত্মীয়
বন্ধু
শেষ সম্বল √

১৫. 'ঔদ্ধত্য' -এর বিপরীতার্থক শব্দ?
স্তব্ধ
বিনয় √
গম্ভীর
মাথা নত করা


1. 'Do not open the door' বাক্যটির Passive form হচ্ছে-?
Let not the door open.
Let not the door be opened. √
Let not the door be open.
Let not the door opened.

2. 'Who is doing the work? 'বাক্যটির Passive form হচ্ছে-?
By whom is the work being done? √
By whom is the work done?
By whom was the work being done?
By whom is the work has done?

3. 'Passion' শব্দটির adjective হচ্ছে-?
Passionful
Pastoral
Emanation
Passionate √

4. 'Rely' শব্দটির Noun হচ্ছে--?
Relement
Rely
Reliance √
Reliment

5. He asked me where I had gone the previous day. বাক্যটির direct speech হচ্ছে-?
He asked to me, " Where did you go yesterday ?"
He said to me," Where did you go yesterday ?" √
He said to me, " Where you went yesterday? "
He said to me, "Where did I go yesterday? "

6. He said to me, "Which book do you want?" বাক্যটির Indirect speech হচ্ছে-?
He asked me which book I wanted √
He asked to me which book I wanted
He said me which book I wanted
He said to me which book I wanted

7. 'He is absorbed___thought.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে -?
to
at
for
in √

8. 'Karim as well as Nayem --praise.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে -?
are deserving
deserve
deserves √
is deserving

9. 'Tooth and nails' phrase টির অর্থ -?
Beautiful
Completely √
Incompletely
Precise

10. 'Dead letter' phrase টির অর্থ?
Law not in force √
Bad letter
Old letter
Letter written by unknown person

11. 'Calm' শব্দটির Synonym হচ্ছে-?
Agitated
Quiet √
Angry
Inflamed

12. নিচের কোন বানানটি শুদ্ধ?
Sycology
Psykology
sychology
Psychology √

13. নিচের কোন বানানটি শুদ্ধ?
Comision
Comission
Commission √
Commision

14. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Lake Chilka is in Orrisa.
Lake Chilka is in the Orrisa.
The lake Chilka is in the Orrisa.
The lake Chilka is in Orrisa. √

15. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
See the word in the dictionary.
Find out the word in the dictionary.
Pick up the word in the dictionary.
Look up the word in the dictionary. √

১. টাকায় ৪টি করে লিচু কিনে ৫টা করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
২০%
১৫%
৩০%
২৫% √

২. ৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?
৬০ টাকা
৬২ টাকা
৭২ টাকা √
৭৫ টাকা

৩. ১৫ জন ছাত্রের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?
২৫ বছর √
২৬ বছর
২৭ বছর
২৮ বছর

৪. কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-?
বিষমবাহু
সমদ্বিবাহু √
সমবাহু
সমকোণী

৫. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?
সন্নিহিতকোণ
সরলকোণ
সূক্ষ্মকোণ √
পূরককোণ

৬. যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
৫ দিন
৬ দিন
৭ দিন
৯ দিন √

৭. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
৮ কেজি √
১০ কেজি
১২ কেজি
১৪ কেজি

৮. ১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
২০ বছর
২৫ বছর
৩৫ বছর √
৪৫ বছর

৯. ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক,খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?
৯০০ টাকা
১০০০ টাকা √
১১০০ টাকা
১৬০০ টাকা


১০. ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল?
৮০%
৭০%
৬৫%
৬০% √

১১. ৮৪, ৪০, ১৮ এর পরবর্তী সংখ্যাটি কত?
১৬
১২

৭ √

১২. ৭, ১০, ১৬, ২৮, ৫২, --- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
১০০ √
১০৪
১৩০
১৫২

১৩. p+1/p=5 হলে p³+1/p³= কত ?
100
105
115
110 √

১৪. a+b=12 এবং ab=35 হলে a²+b² এর মান কত হলে ?
4
49
74 √
214

১৫. পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উত্ত তিন পুত্রের বউওসের গড় ১১/২ বছর কম । মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত ?
২৮½ বছর
৩০বছর
৩১½ বছর
৩৬ বছর √


১. পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত?
১ কিলোগ্রাম
৫০০ গ্রাম
৩০০ গ্রাম √
২০০ গ্রাম

২. মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে?
ক্যালসিয়াম √
অক্সিজেন
জিংক
সোডিয়াম

৩. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -?
বেশি হয়
একই হয় √
কম হয়
খুব কম হয়

৪. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
জাইরো কম্পাস
সাবমেরিন
অ্যানিওমিটার
ফ্যাদোমিটার √

৫. কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে?
অক্সিজেন √
হাইড্রোজেন
লৌহ
নাইট্রোজেন

৬. কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
লোহাতে মরিচা পড়া
হাইড্রোজেন ও অক্সিজেন পানি তৈরি করা
বরফকে পানিতে পরিণত করা √
চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা

৭. কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয় -?
সফটওয়্যার
ডাটা
হার্ডওয়্যার √
ইউজার

৮. 'নায়াগ্রা জলপ্রপাত' কোথায় অবস্থিত?
এশিয়া
উত্তর আমেরিকা √
আফ্রিকা
দক্ষিণ আমেরিকা

৯. পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ -?
জাপান
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র √
জার্মানি

১০. 'দারফুর' কোথায় অবস্থিত?
কঙ্গো
নাইজেরিয়া
জিম্বাবুয়ে
সুদান √

১১. নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়?
ভিটামিন এ
ভিটামিন সি
আয়োডিন √
প্রোটিন

১২. ইউরোপিয়ান ইউনিয়নের 'সদর দফতর' কোথায় অবস্থিত?
লন্ডন
ব্রাসেলস √
হেগ
প্যারিস

১৩. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ -?
ভ্যাটিকান সিটি √
মালদ্বীপ
সিঙ্গাপুর
আয়ারল্যান্ড

১৪. মুক্তিযুদ্ধকালীন ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?

২ √


১৫. সূর্যের নিকটতম গ্রহের নাম কি?
জুপিটার
ভেনাস
মার্কারী-1 √
মঙ্গল

১৬. কোন আরব দেশ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে?
সৌদি আরব
ইরান
মিসর
ইরাক √

১৭. বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি?
মেঘনা √
পদ্মা
সুরমা
যমুনা

১৮. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
২৪০০ বর্গমাইল √
১৯৫০ বর্গমাইল
১৭৬০ বর্গমাইল
১২২৫ বর্গমাইল

১৯. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
৭ বছর
৬ বছর
৫ বছর √
৩ বছর

২০. ঢাকার বিখ্যাত 'তারা মসজিদ' তৈরি করেছিলেন -?
নবাব সলিমুল্লাহ
মির্জা আহমেদ খান √
মির্জা গোলাম পীর
শায়েস্তা খান

২১. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
২৩ জোড়া √
২৪ জোড়া
২৫ জোড়া
২১ জোড়া

২২. ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল?
১৭৮১ থেকে ১৮৪০ পর্যন্ত
১৭৬০ থেকে ১৮৪০ পর্যন্ত √
১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত
১৭১৯ থেকে ১৮৬২ পর্যন্ত

২৩. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
প্যারিস √
রোম
জেনেভা

২৪. দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ?
উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চীন
ভিয়েতনাম √

২৫. আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়?
১৯৬৬ সালে
১৯৬৭ সালে
১৯৬৮ সালে √
১৯৭৯ সালে

২৬. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
পাঁচ
সাত √
আট
দশ

২৭. বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?
চারটি
তিনটি
দুটি √
একটি

২৮. কোন সালে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হয়?
১৯৯৫
১৯৯৪
১৯৯৩
১৯৯২ √

২৯. কোনটি ক্ষুদ্রতম?
সেন্টিমিটার √
ডেসিমিটার
হেকটোমিটার
কিলোমিটার

৩০. কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে স্বীকৃতি দিয়েছে?
UNDP
UNICEF
UNESCO √
এর কোনোটিই ন য়

৩১. 'ট্রাফালগার স্কোয়ার' কোন শহরে অবস্থিত?
ওয়াশিংটন
প্যারিস
মস্কো
লন্ডন √

৩২. কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন?
ভিটামিন এ
ভিটামিন বি
ভিটামিন সি
ভিটামিন ডি √

৩৩. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় -?
লাল আলোতে √
নীল আলোতে
সবুজ আলোতে
বেগুনি আলোতে

৩৪. ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
১৯৭০ সালে
১৯৬৭ সালে
১৯৬৬ সালে √
১৯৬৫ সালে

৩৫. কোনটি জৈব সার নয়?
সবুজ সার
গোবর সার
কম্পোষ্ট সার
ইউরিয়া সার √

COMMENTS

BLOGGER
 
For Best Experience Browse From Google Chrome °View Orginal Size of any Image just Click On Image___

                       

Name

Android Tricks & Reviews,10,Apple IPhone,2,Apps Review,3,Bangla,1,Bank,1,BCS JOB SOLUTIONS,32,Bet365 Tricks,4,Blogger tips,15,Computer,1,Cracked Apps,1,Current world,3,Dictionary,4,Domain & Webhosting,8,English,7,Exam Routine,2,Facebook Tricks,25,General knowledge,5,Google Tips,5,GOVT JOB SOLUTIONS,1,Hacking Tips,10,Job News,9,Job Solutions,53,literature,2,Mahabharata,1,Mathematics,2,My Tricks,7,NTRCA College,1,NTRCA School,1,NTRCA School 2,1,Online Income,11,Oppo,4,Others Phone,8,Paragraph,1,PDF Book,3,Primary School Teacher,20,Result News,2,Samsung,6,Sim Offers,14,SIM USSD Code,14,Smartphone,36,Symphony,6,Techboy News,1,ViVo,5,Walton,2,Watch,1,Web Design,7,Webmaster & SEO,5,Xiaomi,4,YouTube Tips,2,
ltr
item
Techboyreal - Let's find a new tricks: Primary Assistant Teacher Exam MCQ Full Solutions 2011,Setcode ।
Primary Assistant Teacher Exam MCQ Full Solutions 2011,Setcode ।
Jobs solutions Bangladesh, primary school assistant teacher Exam Full MCQ solutions with PDF download, GOVT. Primary teacher Jobs 2010, 2011, 2012, 2014, 2013, 2015, 2017, 2016 2018, 2019, 2020, 2022, 2023 all jobs solutions
Techboyreal - Let's find a new tricks
http://techboyreal.blogspot.com/2020/07/primary-assistant-teacher-exam-mcq-full.html
http://techboyreal.blogspot.com/
http://techboyreal.blogspot.com/
http://techboyreal.blogspot.com/2020/07/primary-assistant-teacher-exam-mcq-full.html
true
4409907950335812636
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All More post for you LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy