Constitution Bangladesh

 Constitution Of Bangladesh.  Bangladesh is a Country, Which Come Into Being In 16 December 1971. After Mass Destruction In Liberation war vs Pakistan. LOST 30 lac Lives & 2 Lac Woman got Raped!

After One Year of liberation in 16 December 1972 The Constitution Of Bangladesh Made By government.

সংবিধান নিয়ে কিছু কথা ঃ-

সংবিধানের সংশোধনী সমুহ
১৯৭১ - ২০১৮ মোট ১৭ বার সংশোধন হয়েছে।

  1.  ১ম সংশোধন-      (বিষয়
  2. ২য় সংশোধন
  3. ৩য় সংশোধন
  4. ৪র্থ সংশোধন
  5. ৫ম সংশোধন
  6. ৬ষ্ঠ সংশোধন
  7. ৭ম সংশোধন 
  8. ৮ম সংশোধন
  9. ৯ম সংশোধন
  10. ১০ম সংশোধন
  11. ১১দশ সংশোধন
  12. ১২তম সংশোধন
  13. ১৩ তম সংশোধন
  14. ১৪ তম সংশোধন
  15. ১৫ তম সংশোধন
  16. ১৬ তম সংশোধন
  17. ১৭ তম সংশোধন 



গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 
 1.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? ৪র্থ

2. প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
 উত্তর : ৩য় ভাগে

3. প্রশ্ন: বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?  ১১৭ নং

4. প্রশ্ন: “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তর: ধারা ২৭

5. প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তর: ১৫ তম

6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উঃ- ২৩ মার্চ, ১৯৭২।

7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।

8) গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।

9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।

10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।

11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ- ৩৪ জন।

12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।

13) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উঃ- বেগম রাজিয়া বেগম।

14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।

15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।

16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।

17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি? উঃ- ১৫৩ টি।

18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? উঃ- আবদুর রাউফ।

19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।

20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।

21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? উঃ- ২ মেয়াদকাল।

22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ- রাষ্ট্রপতি।

23) জাতীয় সংসদের সভাপতি কে? উঃ-স্পিকার।

24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।

25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? উঃ- রাষ্ট্রপতি।

26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? উঃ- রাষ্ট্রপতি।

27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উ:১২টি।

28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।

29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ

30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত? উঃ- ৬৭ বছর পর্যন্তু।

31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল? উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।

32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।

36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ।

37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে? উঃ- ২২ অনুচ্ছেদ।

38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে? উঃ- ২৭ অনুচ্ছেদে।

39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।

40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ? উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।

41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।

42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।

43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।

44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।

45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।

46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।

47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।

48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।

49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।

50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।

51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? উঃ- ৭৪ অনুচ্ছেদ।

52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উঃ- ৭৭ অনুচ্ছেদে।

53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়? উঃ- ১৯৮০ সালে।

54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে? উঃ- ১৬ টি।

55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।

56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।

58) বাংলাদেশের আইন সভার নাম কি?
উঃ- জাতীয় সংসদ।

59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়? উঃ- ১৯৬২ সালে।

60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ- লুই আই কান।

61) লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।

62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উঃ- হ্যারি পাম ব্লুম।

63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে? উঃ- ১৯৬৫ সালে।

64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?
উঃ- ২১৫ একর।

65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।

66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উঃ- ৯ তলা।

67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উঃ- ১৫৫ ফুট।

68) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
উঃ- শাপলা ফুল।

69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।

70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।

71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি? উঃ- ৩৫০ টি।

72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি? উঃ- ৩০০ টি।

73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি? উঃ- ৫০ টি।

74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি? উঃ- পঞ্চগড়-১।

75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি? উঃ- বান্দরবান।

76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উঃ- স্পিকারের ভোটকে।

77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন? উঃ- ৬০ দিন।

78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।

79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে? উঃ- ৩০ দিন।

80) সংসদ অধিবেশন কে আহবান করেন?
উঃ- রাষ্ট্রপতি।

81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে? উঃ- ৬০ জন।

82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উঃ- দুই-তৃতীয়াংশ।

83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উঃ- ৯০ কার্যদিবস।

84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ- শাহ আব্দুল হামিদ।

85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।

86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উঃ- ১৯৩৭ সালে।

87) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।

88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?
উঃ- এডভোকেট আবদুল হামিদ।

বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উঃ- সুপ্রীম কোর্ট।

90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উঃ- বিচারপতি এম ইদ্রিস।

91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ

92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।

93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়? উঃ- ২৭ মার্চ, ১৯৯৬। (বাতিল ১৫তম সংশোধনী ২০১১ তে)

94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।

95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট? উঃ- ২১তম।

96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ- তাজউদ্দিন আহমেদ।

97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? উঃ- ১৪ তম।

98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে? উঃ- ৩৫ বছর।

99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? উঃ- ২৫ বছর।

100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? উঃ- ২৫ বছর।

101. প্রশ্ন: সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের? উত্তর: ৩

102. প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদা কতটি?
উত্তর: ৫ টি

103. প্রশ্ন: যুদ্ধাপরাধীর বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো-- উত্তর: ৪৭ নং

104. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন” বলা আছে?
উত্তর: ২৮ (২) নং অনুচ্ছেদে

105. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? উত্তর: ৬ (২) নং

106. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? উত্তর: ২৮ নং

107. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান

108. প্রশ্ন: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?
উত্তর: ডিসেম্বর ১৬, ১৯৭২

109. প্রশ্ন: বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? উত্তর: দ্বাদশ

110. প্রশ্ন: চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর: মহিলাদের সংরক্ষিত আসন

111. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ? উত্তর: ৫৬ (২) ধারা

112. প্রশ্ন: 'অর্থ বিল' সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে? উত্তর: ৮১ (১)

113. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয়? উত্তর: ১৩৭ নং

114. প্রশ্ন: বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তর: জাতীয় সংসদ

115. প্রশ্ন: সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে?
উত্তর: ৯৩ (১) নং

116. প্রশ্ন: 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? উত্তর: ৭ নং

117. প্রশ্ন: সংবিধানের কত অনুচ্ছেদ 'ন্যায়পাল' নিয়োগের বিধান আছে? উত্তর: ৭৭ নং অনুচ্ছেদে

118. প্রশ্ন: ইংরেজীতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম - House of Nation

119. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
উত্তর: ২৮ (২) নং অনুচ্ছেদে

120. প্রশ্ন: সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায়? উত্তর: এক-দশমাংশ ( ৩জন বর্তমানে)

121. প্রশ্ন: সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে -
উত্তর: রাষ্ট্রের মৌলিক আইন

122. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে "সকল সময়ে ---- চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য"। শূন্যস্থানটি পূরণ কর। উত্তর: জনগনের সেবা করিবার

123. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদের কোন তারিখে পাস হয়েছিল? উত্তর: ২৫ জানুয়ারি, ১৯৭৫

124. প্রশ্ন: জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় - উত্তর: দ্বিতীয় সংশোধনীতে

125. প্রশ্ন: বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি-ব্যবস্থা করার অধিকার থাকবে' বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের - উত্তর: ৪২ নং অনুচ্ছেদ

126. প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি - উত্তর: সাংবিধানিক সংস্থা

127. প্রশ্ন: সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
উত্তর: ১১৮ নং অনুচ্ছেদে

128. প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপ-রাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়?
উত্তর: দ্বাদশ

129. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় আছে? উত্তর: ১১ টি

131. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
উত্তর: ১৫২ নং

132. প্রশ্ন: সংসদের 'বিশেষ অধিকার কমিটি' কোন ধরনের কমিটি? উত্তর: সাংবিধানিক স্থায়ী কমিটি

133. প্রশ্ন: ইসলামকে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে?
উত্তর: ১৯৮৮

134. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত (২০১৮) কতটি সংশোধনী আনা হয়েছে?
উত্তর: ১৭ টি (শেষ -- ৮ জুলাই ২০১৮)

135. প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি? উত্তর: ৭ টি

137. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?
উত্তর: ১৭ নং ধারা

138. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে? উত্তর: শেখ মুজিবুর রহমান

139. প্রশ্ন: বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম সর্বপ্রথম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?
উত্তর: ৮ম

140. প্রশ্ন: বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য - উত্তর: বেগম রাজিয়া বানু

141) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত? উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।

142) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? উঃ- সংবিধান।

143) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।

144) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? উঃ- ভারত।

145) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? উঃ- আমেরিকা।

146. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি?
উত্তর: বাংলাদেশ সরকারী কর্মকমিশন

147. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? উত্তর: সুপ্রিমকোর্ট

148. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?
উত্তর: ১২১ নং অনুচ্ছেদে

149. প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন -
উত্তর: দুই-তৃতীয়াংশ।

150. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ 'বাংলাদেশী' বলিয়া পরিচিত হবেন? উত্তর: ৬ (২)

151. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরীর ক্ষমতা পায়? উত্তর: ২৮ (৪)


COMMENTS

BLOGGER
 
Name

Android Tricks & Reviews,10,Apple IPhone,2,Apps Review,3,Bangla,1,Bank,1,BCS JOB SOLUTIONS,32,Bet365 Tricks,4,Blogger tips,15,Computer,1,Cracked Apps,1,Current world,3,Dictionary,4,Domain & Webhosting,8,English,7,Exam Routine,2,Facebook Tricks,25,General knowledge,5,Google Tips,5,GOVT JOB SOLUTIONS,1,Hacking Tips,10,Job News,9,Job Solutions,53,literature,2,Mahabharata,1,Mathematics,2,My Tricks,7,NTRCA College,1,NTRCA School,1,NTRCA School 2,1,Online Income,11,Oppo,4,Others Phone,8,Paragraph,1,PDF Book,3,Primary School Teacher,20,Result News,2,Samsung,6,Sim Offers,14,SIM USSD Code,14,Smartphone,36,Symphony,6,Techboy News,1,ViVo,5,Walton,2,Watch,1,Web Design,7,Webmaster & SEO,5,Xiaomi,4,YouTube Tips,2,
ltr
static_page
Techboyreal - Let's find a new tricks: Constitution Bangladesh
Constitution Bangladesh
Constitution in Bangladesh, all information of constitution of Bangladesh for jobs exam preparation. Bangladesh jobs preparation, all Questions about constitution
Techboyreal - Let's find a new tricks
http://techboyreal.blogspot.com/p/constitution-bangladesh.html
http://techboyreal.blogspot.com/
http://techboyreal.blogspot.com/
http://techboyreal.blogspot.com/p/constitution-bangladesh.html
true
4409907950335812636
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All More post for you LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy