Primary Assistant Teacher Exam MCQ Full Solutions 2011,Setcode ।

SHARE:

Jobs solutions Bangladesh, primary school assistant teacher Exam Full MCQ solutions with PDF download, GOVT. Primary teacher Jobs 2010, 2011, 2012, 2014, 2013, 2015, 2017, 2016 2018, 2019, 2020, 2022, 2023 all jobs solutions

Primary Assistant Teacher  Exam Mcq Full Solutions 2011।

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -শিউলি- ০৯.১২.২০১১

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
2011 primary teacher job solutions 

Primary Teacher MCQ Bangla Part
১. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা তুই বাঁচা। ---পংক্তিটি কোন কবির রচনা?
 রবীন্দ্রনাথ ঠাকুর √
 কাজী নজরুল ইসলাম
 গোলাম মোস্তফা
 সুফিয়া কামাল

২. কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি?
 বক্তব্য
 প্রবন্ধগ্রন্থ √
 গল্প
 উপন্যাস

৩. ওরা কদম আলী নাটকটির রচিয়িতা কে?
 মুনীর চৌধুরী
 শওকত ওসমান
 আবদুল্লাহ আল মামুন
 মামুনুর রশীদ √

৪. কোন বানানটি শুদ্ধ?
 ক্ষীনজীবী
 ক্ষিনজীবী
 ক্ষীণজীবী √
 ক্ষীণজিবি

৫. কোনটি শুদ্ধ বানান?
 শশিভুসন
 শশিভূষণ √
 শসিভূষন
 শশিভুসণ

৬. অল্প "শোকে" কাতর---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
 কর্তৃ কারকে ২য়া
 করণ কারকে ৭মী √
 অপাদান কারকে ৭মী
 অধিকরণ কারকে ৭মী

৭. "আষাঢ়ে" বৃষ্টি নামে---- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
 কর্তায় ৭মী
 কর্মে ৭মী
 অপাদানে ৭মী
 অধিকরণে ৭মী √

৮. অনুতাপ (তাপের পশ্চাৎ) কোন সমাস?
 অব্যয়ীভাব √
 তৎপুরুষ
 কর্মধারয়
 বহুব্রীহি

৯. আশীবিষ (আশীতে বিষ যার) কোন সমাস?
 তৎপুরুষ
 কর্মধারয়
 বহুব্রীহি √
 অব্যয়ীভাব

১০. 'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
 উদ + যোগ
 উৎ + যোগ √
 উদ্যো + গ
 উত + যোগ

১১. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?
 পাবক
 মনোজ
 ধারাপাত
 তমসা √

১২. 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
 নিরপরাধ
 প্রাচীন √
 অনুজ
 অনভ্যাস

১৩. 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি?
 সচেতন করা
 চক্ষু দান করা
 চুরি করা √
 এর কোনোটিই নয়

১৪. 'আপনাকে পণ্ডিত মনে করে যে।' ----এক কথায় কী হবে?
 অতিপণ্ডিত
 মহাপণ্ডিত
 পণ্ডিত নেতা
 পণ্ডিতম্মন্য √

১৫. 'এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট।' ---এক কথায় হবে -?
 একাগ্রচিত্ত √
 একমনা
 অন্যমনা
 মনোযোগী

Primary teacher English Part
1. কোনটি Material Noun?
 Book
 Ring
 River
 Paper √

2. কোনটি Collective Noun?
 Basher
 Class √
 Youth
 Island

3. কোন বানানটি শুদ্ধ?
 Collaboration √
 Colaboration
 Colaboretion
 Collaboretion

4. কোনটি শুদ্ধ বানান?
 Ocasion
 Ocation
 Occasion √
 Occassion

5. 'Do you know him?' বাক্যটির Passive form হবে-?
 Is he know by you?
 Is he known to you? √
 Dose he known by you?
 Is he known with you?

6. 'His behaviour surprised me.' বাক্যটির Passive form হবে-?
 I was surprised at his behaviour. √
 I was surprised with his behaviour.
 I had been surprised at his behaviour.
 I had been surprised with his behaviour.

7. Anis said, "Good night, Father" বাক্যটির Indirect speech হবে-?
 Anis said good night for his father.
 Anis bade his father good-bye. √
 Anis gave good night to his father.
 Anis addressed his father and told good-bye.

8. Aref said, "I must write a letter." বাক্যটির Indirect speech হবে-?
 Aref said that he has to write a letter.
 Aref said that he had to write a letter. √
 Aref told that he would have to write a letter.
 Aref told that he will have to write a letter.

9. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
 There is no place in the bench
 I go two bread
 It is a nice poem √
 I went to my house

10. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
 Quote this from memory √
 I got boarding and lodging
 Put your sign here
 My brother is sick

11. He is not ----home today. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -?
 at √
 in
 with
 on

12. I cannot put faith ---him. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
 in √
 on
 at
 upon

13. কোনটি 'Calm' শব্দের সমার্থক শব্দ?
 Angry
 Agitated
 Quiet √
 Inflamed

14. কোনটি ' Abolish' শব্দের সমার্থক শব্দ?
 Cancel √
 Perform
 Create
 Generate

15. 'All at once' এর অর্থ --?
 Quickly
 Slowly
 Suddenly √
 Gradually

Primary Teacher Math Part
১. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
 ২৫ দিন
 ২৮ দিন
 ৩২ দিন
 ৩৫ দিন √

২. একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে, ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে?
 ২ দিন √
 ৩ দিন
 ৪ দিন
 ৬ দিন

৩. কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সে ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?
 ৩৩ ডিগ্রী সে.
 ৩৬ ডিগ্রী সে.
 ৩৯ ডিগ্রী সে. √
 ৪৩ ডিগ্রী সে.

৪. ৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বৎসর হয়। গ এর বয়স কত?
 ২০ বৎসর
 ২২ বৎসর √
 ২৪ বৎসর
 ২৬ বৎসর

৫. কঃ খ = ৫ঃ ৬ এবং খঃ গ= ৩ঃ ১০ হলে কঃ গ = কত?
 ৫ঃ ২০ √
 ৬ঃ ১২
 ১০ঃ ২০
 ৫ঃ ১২

৬. ৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ২; ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?
 ৩৯ লি. ২৪ লি.
 ৪৯ লি. ১৪ লি. √
 ২৪ লি. ৩৯ লি.
 ২৯ লি. ৩৪ লি.

৭. একটি খাসি ১,৫০০ টাকায় ক্রয় করে ১,৮০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
 ১৬%
 ১৮%
 ২০% √
 ২৫%

৮. একটি জিনিস ৫০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
 ১৫%
 ২০% √
 ২২%
 ২৫%

৯. ১, ৩, ৫, ৭,------ধারাটির অষ্টম পদ কত?
 ১৩
 ১৫ √
 ১৭
 ২০

১০. ১, ৩, ৪, ৭, ১১, ----- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
 ৮
 ১৪
 ১৮ √
 ২৫

১১. কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
 ২৩ জন √
 ২৪ জন
 ২৫ জন
 ২৬ জন

১২. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রী হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে?
 ১১৫ ডিগ্রী
 ১২০ ডিগ্রী
 ১৩০ ডিগ্রী √
 ১৩৫ ডিগ্রী

১৩. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে -?
 ৬
 ৮
 ৯ √
 ১০

১৪. x²+y²=18 এবং xy=6 (x−y)² এর মান কত ?
 4
 6 √
 8
 12

১৫. a+1/a=4 হলে a²+1/a² এর মান কত ?
 ১৪ √
 ১২
 ১৬
 ১৮

শিক্ষক নিয়োগ পরীক্ষা সাধারন জ্ঞান
১. কোনটি পদার্থ নয়?
 আলো √
 অক্সিজেন
 নাইট্রোজেন
 পানি

২. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
 সাদা
 কালো √
 বেগুনি
 লাল

৩. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
 অ্যালুমিনিয়াম √
 তামা
 সীসা
 দস্তা

৪. কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো?
 চুনাপাথর
 জিপসাম
 বালি √
 সাজি মাটি

৫. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়?
 সবুজ আলোতে
 লাল আলোতে √
 নীল আলোতে
 বেগুনি আলোতে

৬. জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দেয়?
 ৭ মার্চ
 ৮ মার্চ √
 ৯ মার্চ
 ১০ মার্চ

৭. সিস্টোলিক চাপ বলতে বুঝায় -?
 হৃৎপিণ্ডের সংকোচন চাপ √
 হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
 হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
 কোনোটিই নয়

৮. কোনটি বায়ুবাহিত রোগ?
 ডায়রিয়া
 কলেরা
 হাম √
 জন্ডিস

৯. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের -?
 ফুসফুস √
 কিডনি
 যকৃত
 প্লীহা

১০. 'রবিশস্য' বলতে কি বুঝায়?
 গ্রীষ্মকালীন শস্য
 বর্ষাকালীন শস্য
 শীতকালীন শস্য √
 যে কোনো সময়ের শস্য

১১. নিচের কোন উক্তিটি সঠিক?
 বায়ু একটি যৌগিক পদার্থ
 বায়ু একটি মৌলিক পদার্থ
 বায়ু একটি মিশ্র পদার্থ √
 উপরের কোনোটিই নয়

১২. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
 ফ্যাদোমিটার √
 জাইরো কম্পাস
 সাবমেরিন
 অ্যানিওমিটার

১৩. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -?
 ক্রনোমিটার
 ওডোমিটার
 ট্যাকোমিটার √
 ক্রেসকোগ্রাফ

১৪. কম্পিউটার একটি-?
 হিসাবকারী যন্ত্র √
 সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র
 সমস্যা সমাধানের যন্ত্র
 হিসাব পরীক্ষার যন্ত্র

১৫. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয় -?
 সূর্যগ্রহণ √
 চন্দ্রগ্রহণ
 অমাবস্যা
 কোনোটিই নয়

১৬. সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় --?
 নক্ষত্র
 পৃথিবী
 সৌরজগৎ √
 বুধ

১৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
 কামরুল হাসান √
 জয়নুল আবেদীন
 হাসেম খান
 হামিদুর রহমান

১৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
 পঞ্চগড় √
 ঠাকুরগাঁও
 দিনাজপুর
 লালমনিরহাট

১৯. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
 চাঁদপুরে
 সিরাজগঞ্জ
 গোয়ালন্দ √
 ভোলা

২০. সৌরজগতের বৃহত্তম গ্রহ -?
 পৃথিবী
 বৃহস্পতি √
 শনি
 বুধ

২১. প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
 ময়নামতি
 বিক্রমপুর
 মহাস্থানগড় √
 পাহাড়পুর

২২. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী -?
 নীল √
 মিসিসিপি
 আমাজান (বৃহত্তম)
 সেন্ট লরেন্ট

২৩. কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম -?
 যুক্তরাষ্ট্র
 ভারত
 অস্ট্রেলিয়া
 চীন √

২৪. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি?
 হামিদুর রহমান √
 হামিদুজ্জামান
 তানভীর কবির
 অস্কার বাদক

২৫. লালবাগ দুর্গের পূর্ব নাম কি ছিল?
 জাহাঙ্গীর দুর্গ
 আওরঙ্গবাদ দুর্গ √
 আজম দুর্গ
 পরিবিবির দুর্গ

২৬. সোনারগাঁও -এর পূর্ব নাম ছিল?
 চন্দ্রদ্বীপ
 সুবর্ণগ্রাম √
 সুধারাম
 গৌড়

২৭. ঢাকার চক মসজিদের নির্মাতা -?
 মীর জুমলা
 ইসলাম খান
 শায়েস্তা খান √
 মুর্শীদ কুলি খান

২৮. অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায়?
 পাহাড়পুরে
 নাটোরে
 ময়নামতিতে √
 রাঙ্গামাটিতে

২৯. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
 হোয়াংহো
 ইয়াংসিকিয়াং √
 গঙ্গা
 সিন্ধু

৩০. ভানুসিংহ কার ছদ্মনাম -?
 রবীন্দ্রনাথ ঠাকুর √
 সত্যেন্দ্রনাথ দত্ত
 প্রমথ চৌধুরী
 টেকচাঁদ ঠাকুর

৩১. ফণিমনসা কাব্যের রচয়িতা কে?
 কাজী নজরুল ইসলাম √
 আহসান হাবিব
 সিকান্‌দার আবু জাফর
 হাসান হাফিজুর রহমান

৩২. রক্তে কোলেস্টেরোল-এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
 বেলে মাছ
 পালংশাক
 খাসির মাংস √
 মুরগীর মাংস

৩৩. হালদা ভ্যালী কোথায় অবস্থিত?
 রাঙ্গামাটি
 খাগড়াছড়ি √
 বান্দরবান
 সন্দ্বীপ

৩৪. কোনটি এনামুল হকের রচনা?
 ভাষার ইতিবৃত্ত
 আধুনিক ভাষাতত্ত্ব
 মনীষা মনজুষা √
 বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান

৩৫. প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক?
 কম হয়
 বেশি হয় √
 ঠিক থাকে
 কোনোটিই নয়

COMMENTS

BLOGGER
 
For Best Experience Browse From Google Chrome °View Orginal Size of any Image just Click On Image___

                       

Name

Android Tricks & Reviews,10,Apple IPhone,2,Apps Review,3,Bangla,1,Bank,1,BCS JOB SOLUTIONS,32,Bet365 Tricks,4,Blogger tips,15,Computer,1,Cracked Apps,1,Current world,3,Dictionary,4,Domain & Webhosting,8,English,7,Exam Routine,2,Facebook Tricks,25,General knowledge,5,Google Tips,5,GOVT JOB SOLUTIONS,1,Hacking Tips,10,Job News,9,Job Solutions,53,literature,2,Mahabharata,1,Mathematics,2,My Tricks,7,NTRCA College,1,NTRCA School,1,NTRCA School 2,1,Online Income,11,Oppo,4,Others Phone,8,Paragraph,1,PDF Book,3,Primary School Teacher,20,Result News,2,Samsung,6,Sim Offers,14,SIM USSD Code,14,Smartphone,36,Symphony,6,Techboy News,1,ViVo,5,Walton,2,Watch,1,Web Design,7,Webmaster & SEO,5,Xiaomi,4,YouTube Tips,2,
ltr
item
Techboyreal - Let's find a new tricks: Primary Assistant Teacher Exam MCQ Full Solutions 2011,Setcode ।
Primary Assistant Teacher Exam MCQ Full Solutions 2011,Setcode ।
Jobs solutions Bangladesh, primary school assistant teacher Exam Full MCQ solutions with PDF download, GOVT. Primary teacher Jobs 2010, 2011, 2012, 2014, 2013, 2015, 2017, 2016 2018, 2019, 2020, 2022, 2023 all jobs solutions
https://1.bp.blogspot.com/-u2WIy-nkHHE/XkC_BnGjqDI/AAAAAAAAARc/BnAXZOOFubM3EPcFKWss4RpGwQ67AIG9wCLcBGAsYHQ/s1600/DPE%2BLogo.jpg
https://1.bp.blogspot.com/-u2WIy-nkHHE/XkC_BnGjqDI/AAAAAAAAARc/BnAXZOOFubM3EPcFKWss4RpGwQ67AIG9wCLcBGAsYHQ/s72-c/DPE%2BLogo.jpg
Techboyreal - Let's find a new tricks
http://techboyreal.blogspot.com/2020/06/primary-assistant-teacher-exam-mcq-full_4.html
http://techboyreal.blogspot.com/
http://techboyreal.blogspot.com/
http://techboyreal.blogspot.com/2020/06/primary-assistant-teacher-exam-mcq-full_4.html
true
4409907950335812636
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All More post for you LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy