DPE Primary School Assistant Teacher Exam Jobs Solutions 2010। MCQ Reviews Setcode Sarat

SHARE:

DPE Primary School Assistant Teacher Exam Jobs Solutions 2010। MCQ Review PDF Download, Job Solutions Math, English, Bangla

Primary Assistant Teacher  Exam Mcq Full Solutions 2010।
  • Questions Set - Sarat  
  • Total MCQ - 80 
  • Time - 1 Hour 

বিগত ২০১০ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

২০১০ সালে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - প্রশ্নসেট - শরৎ এর সম্পুর্ন সমাধান সাল- ১৩.০৮.২০১০

Primary Teacher MCQ Bangla Part
১. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা কে?
 বলাইচাঁদ মুখোপাধ্যায়
 আবু জাফর শামসুদ্দীন
 সিকান্‌দার আবু জাফর
 সৈয়দ ওয়ালীউল্লাহ √

২. 'দোলন চাপা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
 গোলাম মোস্তফা
 কাজী নজরুল ইসলাম √
 যতীন্দ্র মোহন বাগচী
 রবীন্দ্রনাথ ঠাকুর

৩. 'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে?
 রবীন্দ্রনাথ ঠাকুর √
 কাজী নজরুল ইসলাম
 দ্বিজেন্দ্রলাল রায়
 ইব্রাহীম খাঁ

৪. কোনটি শুদ্ধ বানান?
 আভ্যন্তরীন
 অভ্যন্তরিণ
 অভ্যন্তরীণ √
 আভ্যন্তরিণ

৫. কোনটি শুদ্ধ বানান?
 গৃহিনী
 গৃহিণী √
 গৃহীনী
 গৃহিণি

৬. 'নাবিক'এর সন্ধি বিচ্ছেদ -?
 নৌ + ইক √
 ন + ইক
 নব + ইকা
 নবৌ + ইক

৭. 'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ -?
 দুশ্চ + চিত্র
 দুঃ + চরিত্র √
 দু + চরিত্র
 দুঃ + চরিত

৮. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
 ব্যাসবাক্য
 সমস্ত পদ
 সমস্যমান পদ √
 সমাসবাক্য

৯. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে-?
 নিত্য সমাস
 প্রাদি সমাস
 দ্বন্দ্ব সমাস
 অলুক সমাস √

১০. 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ ?
 সাহায্যকারী
 তোষামুদে √
 বাদক
 স্বাস্থ্যহীন লোক

১১. নীল আকাশের নিচে আমি "রাস্তা " চলেছি একা---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
 কর্মে শূন্য
 করণে শূন্য √
 অপাদানে শূন্য
 সম্প্রদানে শূন্য

১২. "নৌকায়" নদী পার হলাম--বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
 করণে ৭মী √
 সম্প্রদানে ৪র্থী
 অপাদানে ৫মী
 অধিকরণে ৭মী

১৩.'আনন্দ' এর সমার্থক শব্দ নয় -?
 উচ্ছাস
 উল্লাস
 শ্রান্তি √
 স্ফুরন

১৪.'অমৃত' এর বিপরীতার্থক শব্দ -?
 তিক্ত
 বিষাক্ত
 বিরল
 গরল √

১৫. যা কষ্টে লাভ করা যায় --?
 অলভ্য
 দুর্লভ √
 দুর্জয়
 কষ্ট সাধ্য


Primary teacher English Part
1. কোনটি Conjunction?
 or √
 very
 out
 for

2. কোনটি পুংলিঙ্গ?
 Girl
 Goose
 Man √
 Mare

3. কোনটি শুদ্ধ বানান?
 Achivement
 Acheivment
 Achevement
 Achievement √

4. কোনটি শুদ্ধ বানান?
 Ocasion
 Occasion √
 Ocassion
 Occassion

5. 'We do not like idle people' বাক্যটির Passive form হবে-?
 Idle people are not liked by us √
 We are not liked by idle people
 Idle people are not like us
 Idle people are not of our liking

6. 'They elected him captain' বাক্যর Passive form হচ্ছে-?
 He is elected captain by them
 He has been elected captain by them
 He was elected captain by them √
 He elected captain by them

7. 'Your offer is acceptable ---me' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -?
 by
 on
 for
 to √

8. 'Your conduct admits---no excuse' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -?
 for
 at
 of √
 from

9. The teacher said, "I shall not teach him English" এর Indirect speech হচ্ছে-?
 The teacher said he would not teach him English
 The teacher said he will not teach him English
 The teacher said that he will not teach him English
 The teacher said that he would not teach him English √

10. 'With open arms' এর অর্থ হচ্ছে-?
 Warmly √
 with beautiful arm
 With long arm
 With strong arm

11. 'Bring to book' এর অর্থ হচ্ছে-?
 Book written by famous writer
 Valueless person
 Book which is lost
 Rebuke √

12. 'Benefit' এর Synonym হচ্ছে--?
 Injury
 Drawback
 Favour √
 Basement

13. 'Encounter' এর Synonym হচ্ছে--?
 Concord
 Battle √
 Harmony
 Part

14. কোনটি শুদ্ধ বাক্য?
 There is no room for doubt in it √
 There is no misunderstanding in it
 There is no place for doubt in it
 There is no suspesion in it

15. কোনটি শুদ্ধ বাক্য?
 See the word in the dictionary
 Find out the word in the dictionary
 Pick up the word in the dictionary
 Look up the word in the dictionary √


Primary Teacher Math Part
১. a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
 2
 4 √
 5
 3

২. দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ -?
 সরল কোণ √
 সমকোণ
 স্থুল কোণ
 সুক্ষ্মকোণ

৩. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে -?
 আয়তক্ষেত্র
 ট্রাপিজিয়াম
 বর্গক্ষেত্র
 রম্বস √

৪. যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
 ৭ দিন
 ৯ দিন √
 ৫ দিন
 ৬ দিন

৫. ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার --?
 ৫৩%
 ৬১%
 ৬০% √
 ৬৫%

৬. ২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত?
 ১৪ বছর
 ১৪ বছর ৪ মাস √
 ১৪ বছর ৬ মাস
 ১৪ বছর ৮ মাস

৭. পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩০ বছর। ২ সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
 ৫০ বছর √
 ৬০ বছর
 ৫৫ বছর
 ৪০ বছর

৮. এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কলা ৩৬ টাকায় বিক্রয় করা হল। শতকরা কত টাকা লাভ হবে?
 ১০%
 ১৫%
 ২০% √
 ২৫%

৯. এক ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে?
 ৫ টাকা
 ৬ টাকা
 ৮ টাকা
 ৯ টাকা √

১০. দু'টি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্ব রাশি ৪০ হলে, উত্তর রাশি কত?
 ১৫
 ৪৫
 ৭৫ √
 ১২০

১১. ক ও খ-এর বেতনের অনুপাত ৭ঃ ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত?
 ৯০০ টাকা
 ১০০০ টাকা √
 ১১০০ টাকা
 ১৬০০ টাকা

১২. করিমের আয় রহিমের আয় অপেক্ষা ২৫% বেশি। রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম?
 ২০% √
 ২৫%
 ৭৫%
 ১৫%

১৩. ৭, ১০, ১৬, ২৮, ৫২ --- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
 ৭৪
 ১০০ √
 ১০৪
 ১৫০

১৪. ১, ৫, ১৩, ২৯, ৬১ --- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
 ৮০
 ১০০
 ১২০
 ১২৫ √

১৫. (x+5)(x-3)=কত ?
 x²+8x+15
 x²−15x²-15
 x²+2x−15 √
 x²+2x+15


শিক্ষক নিয়োগ পরীক্ষা সাধারন জ্ঞান
১. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
 কপার
 জিংক
 অ্যালুমিনিয়াম √
 পারদ

২. ফরমালিন হলো ফরমালডি হাইডের -?
 ৪০% জলীয় দ্রবণ √
 ৩০% জলীয় দ্রবণ
 ২০% জলীয় দ্রবণ
 ১০% জলীয় দ্রবণ

৩. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
 বেগুনী আলো √
 নীল আলো
 হলুদ আলো
 লাল আলো

৪. গোধুলীর কারণ কি?
 প্রতিফলন
 বিক্ষেপণ √
 প্রতিসরণ
 ব্যতিচার

৫. মনিটরের কাজ হলো -?
 গাণিতিক সমাধান করা
 বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
 লেখা ও ছবি দেখানো √
 এর কোনটিই নয়

৬. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
 নির্গমনমুখ
 যুক্তি বর্তনী
 স্মৃতি
 কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ √

৭. মাছির পা থাকে -?
 ৬টি √
 ৪টি
 ৮টি
 ১০টি

৮. করোটিতে কয়টি অস্থি থাকে?
 ২৭
 ২৮
 ২৯ √
 ৩০

৯. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না?
 শ্বসন
 অভিস্রবণ
 রেচন
 সালোকসংশ্লেষণ √

১০. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়?
 কাণ্ডের অগ্রভাগে
 পাতায় √
 মূলের অগ্রভাগে
 মূল ও কাণ্ডের অগ্রভাগে

১১. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়-?
 দ্বিগুণ √
 তিনগুণ
 চারগুণ
 ছয়গুণ

১২. পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?
 মেরু অঞ্চলে
 শীত প্রধান অঞ্চলে
 নাতিশীতোষ্ণ অঞ্চলে
 নিরক্ষীয় অঞ্চলে √

১৩. দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় -?
 ২৩ মার্চ
 ২১ জুন √
 ১ জুলাই
 ১ ডিসেম্বর

১৪. পৃথিবীর শক্তির মূল উৎস -?
 অভিকর্ষ শক্তি
 মাধ্যাকর্ষণ শক্তি
 পারমাণবিক শক্তি
 সূর্য √

১৫. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
 ২৫০ নটিক্যাল মাইল
 ২২৫ নটিক্যাল মাইল
 ২০০ নটিক্যাল মাইল √
 ১৫০ নটিক্যাল মাইল

১৬. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
 বরাইল
 কাঞ্চন জঙ্গা
 কৈলাস √
 গডউইন অস্টিন

১৭. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে?
 চাঁদপুরের কাছে
 ভৈরব বাজারে √
 গোয়ালন্দে
 নারায়ণগঞ্জ

১৮. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে -?
 ৩টি অঞ্চলে √
 ৪টি অঞ্চলে
 ৫টি অঞ্চলে
 ৬টি অঞ্চলে

১৯. ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?
 কোরায়েশী আন্দোলন
 হাসেমী আন্দোলন
 ফরায়েজী আন্দোলন √
 সৈয়দী আন্দোলন

২০. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
 ১৯০৩ সালে
 ১৯০৪ সালে
 ১৯০৫ সালে
 ১৯০৬ সালে √

(আওয়ামী মুসলিম লীগ ১৯৪৯ সালে গঠিত হয়)

২১. বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়?
 সুরম্য অট্রালিকা
 কার্জন হল
 হাইকোর্ট
 এর সবগুলিই √

২২. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
 এ. কে. ফজলুল হক
 ইস্কান্দার মির্জা
 চৌধুরী খালেকুজ্জামান √
 হোসেন শহীদ সোহরাওয়ার্দী

২৩. কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন?
 গান্ধীজি √
 মাওলানা শওকত আলী
 জহরলাল নেহেরু
 বিপিনচন্দ্র পাল

২৪. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
 জয়নুল আবেদীন
 কামরুল হাসান √
 হাসেম খান
 হামিদুর রহমান

২৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
 ১২ ডিসেম্বর
 ১৩ ডিসেম্বর
 ১৪ ডিসেম্বর √
 ১১ ডিসেম্বর

২৬. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
 ৭ মার্চ ১৯৭১
 ২৫ মার্চ ১৯৭১
 ১০ এপ্রিল ১৯৭১ √
 ১৭ মার্চ ১৯৭১

২৭. বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
 পাঁচ
 ছয়
 সাত √
 আট

২৮. নিউমোনিয়া রোগটি হয় -?
 হৃৎপিণ্ডে
 ফুসফুসে √
 যকৃতে
 কিডনীতে

২৯. রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত -?
 ভিটামিন √
 পানি
 শর্করা
 স্নেহ

৩০. সবচেয়ে কঠিন পদার্থ --?
 গ্রাফাইট
 টাংস্টেন
 প্ল্যাটিনাম
 হীরা √

৩১. আলোর বর্ণ নির্ধারণকরে তার -?
 বিস্তার
 গতিবেগ
 তরঙ্গদৈর্ঘ্য √
 কোনোটিই নয়

৩২. কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
 নীল আলো
 বেগুনী আলো
 হলুদ আলো
 লাল আলো √

৩৩. ক্ষমতার একক -?
 ওয়াট √
 জুল
 ক্যালরি
 নিউটন

৩৪. পৃথিবীর নিকটতম গ্রহ -?
 মঙ্গল
 বুধ
 শুক্র √
 বৃহস্পতি

৩৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
 ১০.৫৬মিনিট
 ৯.১২ মিনিট
 ৭.৯৬ মিনিট
 ৮.৩২ মিনিট √

COMMENTS

BLOGGER
 
For Best Experience Browse From Google Chrome °View Orginal Size of any Image just Click On Image___

                       

Name

Android Tricks & Reviews,10,Apple IPhone,2,Apps Review,3,Bangla,1,Bank,1,BCS JOB SOLUTIONS,32,Bet365 Tricks,4,Blogger tips,15,Computer,1,Cracked Apps,1,Current world,3,Dictionary,4,Domain & Webhosting,8,English,7,Exam Routine,2,Facebook Tricks,25,General knowledge,5,Google Tips,5,GOVT JOB SOLUTIONS,1,Hacking Tips,10,Job News,9,Job Solutions,53,literature,2,Mahabharata,1,Mathematics,2,My Tricks,7,NTRCA College,1,NTRCA School,1,NTRCA School 2,1,Online Income,11,Oppo,4,Others Phone,8,Paragraph,1,PDF Book,3,Primary School Teacher,20,Result News,2,Samsung,6,Sim Offers,14,SIM USSD Code,14,Smartphone,36,Symphony,6,Techboy News,1,ViVo,5,Walton,2,Watch,1,Web Design,7,Webmaster & SEO,5,Xiaomi,4,YouTube Tips,2,
ltr
item
Techboyreal - Let's find a new tricks: DPE Primary School Assistant Teacher Exam Jobs Solutions 2010। MCQ Reviews Setcode Sarat
DPE Primary School Assistant Teacher Exam Jobs Solutions 2010। MCQ Reviews Setcode Sarat
DPE Primary School Assistant Teacher Exam Jobs Solutions 2010। MCQ Review PDF Download, Job Solutions Math, English, Bangla
https://1.bp.blogspot.com/-u2WIy-nkHHE/XkC_BnGjqDI/AAAAAAAAARc/BnAXZOOFubM3EPcFKWss4RpGwQ67AIG9wCLcBGAsYHQ/s1600/DPE%2BLogo.jpg
https://1.bp.blogspot.com/-u2WIy-nkHHE/XkC_BnGjqDI/AAAAAAAAARc/BnAXZOOFubM3EPcFKWss4RpGwQ67AIG9wCLcBGAsYHQ/s72-c/DPE%2BLogo.jpg
Techboyreal - Let's find a new tricks
http://techboyreal.blogspot.com/2020/05/dpe-primary-school-assistant-teacher_28.html
http://techboyreal.blogspot.com/
http://techboyreal.blogspot.com/
http://techboyreal.blogspot.com/2020/05/dpe-primary-school-assistant-teacher_28.html
true
4409907950335812636
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All More post for you LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy