17th BCS Preliminary Exam MCQ Questions Full Solutions।

SHARE:

17th BCS MCQ Exam Questions Full Solutions with Answers। 17th BCS Preliminary Exam Solutions

17th BCS MCQ Question Solutions With Answer Analysis। 17th BCS Exam Held on 1996 Question answers & Solutions।

#All BCS PRELIMINARY QUESTIONS SOLUTIONS
#১৭তম বিসিএস প্রশ্ন ও সমাধান। 17th BCS MCQ Question Full Solutions।
এখানে দেখুন ১৬তম বিসিএস পরীক্ষার সমাধান

#বিগত বছরের বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান ১৭তম বিসিএস। 

  • পরীক্ষা - ১৭তম বিসিএস 
  • সাল - ১৯৯৬
  • মোট প্রশ্ন - ১০০ টি
Bangla Part
১. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক?
 ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
 ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
 হরপ্রসাদ শাস্ত্রী √
 ডক্টর সুকুমার সেন

২. হিন্দী 'পদুমাবৎ ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -?
 দৌলত উজীর বাহরাম খান
 সৈয়দ সুলতান
 আব্দুল করিম সাহিত্যে বিশারদ
 আলাওল √

৩. ' তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয় --?
 ১৮৪১ সালে
 ১৮৪২ সালে
 ১৮৫০ সালে
 ১৮৪৩ সালে √

৪. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য? 
 অব্যয় ও শব্দাংশে
 নতুন শব্দ গঠনে
 উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে √
 ভিন্ন অর্থ প্রকাশে

৫. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় -?
 স্বরবৃত্ত √
 পয়ার
 মাত্রাবৃত্ত
 অক্ষরবৃত্ত

৬. ' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় --? অন্নদামঙ্গল
 মুকুন্দরাম চক্রবর্তী
 ভারতচন্দ্র রায়গুনাকর √
 মদনমোহন তর্কালঙ্কার
 কামিনী রায়

৭. পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে -?
 টেবিল
 চেয়ার
 বালতি √
 শরবত

৮. 'লাঠালাঠি' শব্দটির সমাস-?
 দ্বন্দ্ব
 বহুব্রীহি √ ব্যতিহার 
 কর্মধারায়
 তৎপুরুষ

৯. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে --?
 সংস্কৃত
 পালি
 প্রাকৃত √
 অপ্রভ্রংশ 

১০. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় -?
 দুই ভাগে
 তিন ভাগে √
 চার ভাগে
 পাঁচ ভাগে

১১. ' মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন'- প্রভৃতি গ্রন্থের রচয়িতা-? 
 এস ওয়াজেদ আলী
 এয়াকুব আলী চৌধুরী
 মোঃ লুৎফর রহমান √
 মোঃ ওয়াজেদ আলী

১২. 'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম-?
 তালিম হোসেন
 ফররুখ আহমদ √
 গোলাম মোস্তফা
 আবুল হোসেন

১৩. "ষড়ঋতু" শব্দের সন্ধি বিচ্ছেদ? 
 ষড় + ঋতু
 ষড়ু + ঋতু
 ষট + ঋতু
 ষট্‌ + ঋতু √

১৪. 'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম--?
 প্রমথ চৌধুরী √
 প্রসাদ মুখোপাধ্যায়
 সুধীন্দ্রনাথ দত্ত
 নবীনচন্দ্র সেন

১৫. 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে --?
 আরবি ভাষা থেকে √
 ফরাসি ভাষা থেকে
 হিন্দি ভাষা থেকে
 উর্দু ভাষা থেকে

১৬. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন?
 হুমায়ুন আজাদ
 আহমদ শরীফ
 ওয়াকিল আহমদ √
 আব্দুল মতিন খান

১৭. লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -?
 পরীবিবি
 ইরান দুখ্‌ত √
 জাহানারা
 মরিয়ম

১৮. ' কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা-?
 লালন শাহ √
 সিরাজ সাঁই
 মদন বাউল
 পাগলা কানাই

১৯. ' অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-?
 সমক্ষ √
 পরোক্ষ
 প্রত্যক্ষ
 নিরপেক্ষ

২০. ' হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর -?
 মিশ্র
 জটিল
 যৌগিক
 সরল √

২১. ' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা-?
 রবীন্দ্রনাথ ঠাকুর
 মোহাম্মদ মনিরুজ্জামান
 সত্যেন্দ্রনাথ দত্ত √
 নির্মলেন্দু গুণ


English Part
1. The sentence with correct punctuations -?
 Maria, my student, is on leave today. √
 Maria my student, is on leave today.
 Maria my student is on leave today.
 Maria my student is, on leave today.

2. The antonym for 'inimical'? 
 Hostile
 friendly √
 Indifferent
 Angry

3. The synonym for 'efface'? 
 Improve
 Exhaust
 Rub out √
 Cut out

4. The best passive form of the sentence: 'We don't like idle people'
 We are not liked by idle people.
 Idle people are not like us.
 Idle people are not liked by us.√
 Idle people are not of our liking.

5. The correct sentence of the followings?
 The Nile is longest river in Africa
 The Nile is Longest river in the Africa
 Nile is longest river in Africa
 The Nile is the longest river in Africa √

6. Browning was the composer of any of the following poems? 
 Two voices
 The Scholar Gipsy
 Andreadel Sarto √
 One one

7. The right word to fill in the gap of the following sentence ''Give her a telephone number to ring __ she gets lost' 
 Whether
 In case √
 Unless
 Perhaps

8. The synonym of Franchise-?
 Privilege √
 Utility
 French
 Frankness

9. The opposite word of sluggish -?
 animated √ প্রাণবন্ত 
 Dull
 Heavy
 Slow

10. The correct spelling is? 
 Humourous
 Humourious
 Humorous √
 Humorious

11. 'Equivocation' means? 
 a true statement
 Equal opportunity to get a job
 Free expression of opinions
 Two contrary things in the same statement √

12. when a person says he's all in', it means? 
 he is very tired √
 He has arrived
 He has finished packing
 he has got everything

13. Bill of fare' is__?
 a chart of bus fare
 A price list
 A valuable document
 A list of dishes at a restaurant √

14. A 'bull market' means, that share prices are__?
 Falling
 Rising √
 Moving
 Static

15. 'Blue chips' are___?
 Securities issued by the government
 Industrial shares considered to be a safe investment √
 Industrial shares considered to be a risky investment
 Flat plastic countries used as money tokens

16. 'Razzmatazz' means ---
 A musical instrument
 A well-planned programme
 A noisy activity √
 A musical drama

17. 'Blockbuster' means -?
 A large solid piece of store
 A device to cut off a person's head as a punishment
 Something that makes movement difficult
 A powerful explosive to demolish buildings √

18. Any one of the following pairs are literary collaborators? 
 Eliot and Pound
 Yeats and Eliot
 Pope and Dryden
 Shelly and Keats √

19. The correct sentence of the followings -?
 A new cabinet has been sworn in in Dhaka √
 A new cabinet has been sworn in Dhaka
 A new cabinet has been sworn by in Dhaka
 A new cabinet has sworn in Dhaka

20. 'To read between the lines' means -?
 To read carefully
 To read only some lines
 To read quickly to save time
 To read carefully to find out any hidden meaning √

21. The last word of the proverb, 'Handsome is that handsome'-?
 works
 Thinks
 Says
 Does √

Math Part
১. লব্ধিবল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
 ৭১
 ৪১
 ৩১ √
 ৩৯

২. একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যর ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে?
 ৩ গুণ
 ৪ গুণ √
 ৫ গুণ
 ৮ গুণ

৩. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অংকতি লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
 ১০ গজ
 ১২ গজ
 ১৪ গজ √
 ৭ গজ

৫. ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনেই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত এক
 ৮
 ১০ √
 ১১
 ১২

17th BCS PRELIMINARY QUESTIONS MATH SOLUTIONS
Ans - 5/25

৭. লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭,_,৩, ১
 ৬
 ৯ √
 ১২
 ১৫

৮. দুটি সংখ্যার গ.সা.গু বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
 ১০৮, ১৪৪
 ১১২, ১৪৮
 ১৪৪, ২০৮
 ১৪৪, ২০৪ √

৯. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে।
 ৮ গ্রাম
 ৬ গ্রাম
 ৩ গ্রাম
 ৪ গ্রাম √

১০. দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৫এন এবং ৪ এন , তাদের লদ্ধি পরিমাণ কত?
 3N
√N১১N
 √41N ** √
 1 N

১১. x-[x-{x-{(x+1)}]- এর মান কত?
 x+1
 1
 -1 √
 x-1

১২.f(x)=x2+1x+1-এর অনুরুপ কোনটি?
 f(1)=1
 f(0)=1
 f(-1)=3
 f(1)=3 √

১৩. যদি x2+px+6=0এর মূল দুটি সমান হয় এবং p>0, তবে p এর মান কত?
√24 √
√48
√16
√20

সাধারণ জ্ঞান
১. 'ল্যাপটপ' হলো এক ধরনের -?
 পর্বতারোহণ সামগ্রী
 ছোট কুকুর
 বাদ্যযন্ত্র
 ছোট কম্পিটার √

২. বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূ -তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে -?
 প্লাইস্টোসিন যুগের
 টারশিয়ারী যুগের √
 মায়োসিন যুগের
 ডেবোনিয়াস যুগের

৩. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম -?
 তেঁতুলিয়া
 পঞ্চগড়
 বাংলাবান্ধা √
 নকশালবাড়ি

৪. ' সোয়াচ অব নো গ্রাউন্ড' এর মানে -?
 একটি খেলার মাঠ
 একটি প্লাবন ভূমির নাম
 বঙ্গোপসাগরের একটি খাদের নাম √
 ঢাকা সেনানিবাসের পোলা গ্রাউন্ডের নাম

৫. ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-?
 রাজা ত্রিদিব রায়
 রাজা ত্রিভুবন চাকমা
 জুম্মা খান
 জান বখশ খাঁ √

৬. নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশন গৃহীত হয়।
 দ্বিতীয়
 তৃতীয়
 পঞ্চম
 ষষ্ঠ √

৭. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-?
 তাজিকিস্তান
 কাজাখস্তান √
 উজবেকিস্তান
 কিরগিজস্তান

৮. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
 হারারে, ১৯৮৯ সালে
বেলগ্রেডে, ১৯৬১ সালে √
 হাভানা, ১৯৭৩ সালে
 কায়রো, ১৯৭০ সালে

৯. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম -?
 ইতালির মিলান শহর, মালদিনীয়ানি
 জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
 স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল √
 ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে

১০. বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের -?
 ৩১ জানুয়ারি
 ৩১ মার্চ
 ৩০ এপ্রিল
 ৩১ মে √

১১. মার্কিন যুক্তরাষ্ট্রকে ' স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় যে রাষ্ট্র -?
 যুক্তরাজ্য
 ফ্রান্স √
 জাপান
 জার্মানি

১২. নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় -?
 নামিবিয়া
 সুইজারল্যান্ড √
 কিউবা
 পানামা

১৩. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -?
 বেডেন পাওয়েল
 ব্যারন পিয়ারে দ্য কুবার্তা √
 প্যারেজ দ্য কুয়েলার
 জুয়ান এন্টনিও সামারাঞ্চ

১৪. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
 ব্রিটেন
 ফ্রান্স
 অস্ট্রেলিয়া √
 নিউজিল্যান্ড

১৫. আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে -?
 ১৯৭০ সালে
 ১৯৭৩ সালে √
 ১৯৭৪ সালে
 ১৯৭৮ সালে

১৬. বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় -?
 সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
 চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
 বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ √
 ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স

১৭. বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -?
 গোয়ালন্দ √
 বাহাদুরাবাদ
 ভৈরববাজার
 নারায়ণগঞ্জ

১৮. ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় -?
 সদরঘাটে
 চাঁদনীঘাটে √
 পোস্তাগোলায়
 শ্যামবাজারে

১৯. ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত?
 চকবাজার √
 সদরঘাট
 লালবাগ
 ইসলামপুর

২০. ' করনার স্টোন অব পিস' --এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে? 
 মাকাও
 হাইতি
 ওকিনাওয়া √ 
 ভিয়েতনাম

২১. উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -? ন্যাটো 
 ৪ এপ্রিল, ১৯৪৯ √
 ৩ জানুয়ারি, ১৯৫৪
 ২৬ মে ১৯৫৫
 ১ ফেব্রুয়ারি, ১৯৫৬

২২. ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-?
 ইন্দোনেশিয়া √
 মালয়েশিয়া
 থাইল্যান্ড
 ফিলিপাইন

২৩. Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য -?
 রাজনীতিবিদ
 ক্রীড়াবিদ
 ব্যবসায়ী
 কূটনীতিবিদ √

২৪. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিল -?
 সুয়েজ যুদ্ধ
 কোরীয়া যুদ্ধ √
 পাক-ভারত যুদ্ধ ১৯৬৫
 ফকল্যান্ড যুদ্ধ

২৫. কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা --?
 ৪৮
 ৫০
 ৫৩ √
 ৫৬

২৬. সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -?
 মালেতে
 কলম্বোতে √
 বাঙ্গালোরে
 কাঠমান্ডুতে

২৭. রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-?
 Budennovsk √
 Keldavisk
 Dasanova
 Gariev

২৮. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম -?
 ভারত √ 
 রাশিয়া
 ভুটান
 নেপাল
(প্রথম দেশ ভূটান, দ্বিতীয় দেশ ভারত) Update 

২৯. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -?
 নোয়াখালীর ছাগলনাইয়া
 চট্টগ্রামের বাঁশখালি
 খুলনার মংলা
 পটুয়াখালীর কুয়াকাটা √

৩০. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-?
 সাঁওতাল
 মাওরি √ নিউজিল্যান্ড 
 মুরং
 গারো

৩১. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -?
 ইউরোপের হল্যান্ড থেকে √
 দক্ষিণ আমেরিকার পেরু-চিলি থেকে
 আফ্রিকার মিশর থেকে
 এশিয়ার থাইল্যান্ড

৩২. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-?
 মারিস্যা ভ্যালি
 খাগড়া ভ্যালি
 খাগড়া ভ্যালি
 জাবরী ভ্যালি
 ভেঙ্গী ভ্যালি √

৩৩. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -?
 সিলেটের মালনীছড়ায় √
 সিলেটের তামাবিলে
 পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
 সিলেটের জাফলং-এ

৩৪. ' স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম -?
 নভেরা আহমেদ
 হামিদুজ্জামান খান √
 আবদুল্লাহ খালেদ
 সুলতানুল ইসলাম

৩৫. Natural protein --এর কোড নাম -?
 Protein-P 53
 Protein-P 51
 Protein-P 49 √
 Protein-P 54

সাধারণ বিজ্ঞান
১. অ্যাকোয়া রেজিয়া' বলতে বুঝায়? 
 কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
 কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
 কনসেনট্রেটেড সালফিউরিক এবং নাইট্রিক এসিডের মিশ্রণ
 কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ √

২. বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় -?
 ১ মিটার
 ১০ মিটার √
 ১৫ মিটার
 ৩০ মিটার

৩. টুথপেস্টের প্রধান উপাদান -?
 জেলী ও মশলা
 ভোজ্য তেল ও সোডা
 সাবান ও পাউডার √
 ফ্লোরাইড ও ক্লোরোফিল

৪. পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় -?
 সান্দ্রতা
 স্থিতিস্থাপকতা
 প্লবত
 পৃষ্ঠটান √

৫. মুক্তা হলো ঝিনুকের -?
 খোলসের টুকরা
 চোখের মণি
 প্রদাহের ফল √
 জমাট হরমোন

৬. ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে -?
 বৃহস্পতিবার 
 শুক্রবার √
 রবিবার
 শনিবার
(লিপ ইয়ার ছাড়া যেকোনো বছরের প্রথম ও শেষ দিন একই বার)

৭. পোলিও টীকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম-?
 La Martini
 La Zola √
 San Antonio
 San Hose

৮. বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় --?
 ৫ মে, ১৯৯৪
 ৬ এপ্রিল, ১৯৯৪
 ৫ মে, ১৯৯৫ √
 ৭ মে, ১৯৯৫

৯. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম -?
 রাজ কাঁকড়া √
 গণ্ডার
 পিপীলিকাতুক ম্যানিস
 স্নো লোরিস


COMMENTS

BLOGGER
 
For Best Experience Browse From Google Chrome °View Orginal Size of any Image just Click On Image___

                       

Name

Android Tricks & Reviews,10,Apple IPhone,2,Apps Review,3,Bangla,1,Bank,1,BCS JOB SOLUTIONS,32,Bet365 Tricks,4,Blogger tips,15,Computer,1,Cracked Apps,1,Current world,3,Dictionary,4,Domain & Webhosting,8,English,7,Exam Routine,2,Facebook Tricks,25,General knowledge,5,Google Tips,5,GOVT JOB SOLUTIONS,1,Hacking Tips,10,Job News,9,Job Solutions,53,literature,2,Mahabharata,1,Mathematics,2,My Tricks,7,NTRCA College,1,NTRCA School,1,NTRCA School 2,1,Online Income,11,Oppo,4,Others Phone,8,Paragraph,1,PDF Book,3,Primary School Teacher,20,Result News,2,Samsung,6,Sim Offers,14,SIM USSD Code,14,Smartphone,36,Symphony,6,Techboy News,1,ViVo,5,Walton,2,Watch,1,Web Design,7,Webmaster & SEO,5,Xiaomi,4,YouTube Tips,2,
ltr
item
Techboyreal - Let's find a new tricks: 17th BCS Preliminary Exam MCQ Questions Full Solutions।
17th BCS Preliminary Exam MCQ Questions Full Solutions।
17th BCS MCQ Exam Questions Full Solutions with Answers। 17th BCS Preliminary Exam Solutions
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir1J4rqU62TY-_1lAe40X_6XXYITxXtuyHT9XFZrnG_4207D7p9GQuotITczeyDS9OpN0pIdIN3vcd8DjNsVZZT68G8alnAQuwhdp_q8B2uuCOzJkOCmnjk226rw9GnaEH8PouH9GVTA3f/s320/17th+BCS+Preliminary+MCQ+Solutions%252C+17th+BCS+MATH+SOLUTIONS%252C+ALL+BCS+SOLUTIONS.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir1J4rqU62TY-_1lAe40X_6XXYITxXtuyHT9XFZrnG_4207D7p9GQuotITczeyDS9OpN0pIdIN3vcd8DjNsVZZT68G8alnAQuwhdp_q8B2uuCOzJkOCmnjk226rw9GnaEH8PouH9GVTA3f/s72-c/17th+BCS+Preliminary+MCQ+Solutions%252C+17th+BCS+MATH+SOLUTIONS%252C+ALL+BCS+SOLUTIONS.jpg
Techboyreal - Let's find a new tricks
https://techboyreal.blogspot.com/2020/02/17th-bcs-preliminary-exam-mcq-questions.html
https://techboyreal.blogspot.com/
http://techboyreal.blogspot.com/
http://techboyreal.blogspot.com/2020/02/17th-bcs-preliminary-exam-mcq-questions.html
true
4409907950335812636
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All More post for you LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy